প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের অনুরোধে অস্ত্র বহনকারী অ্যাপাচি বিমানে আরও বেশি পরিমাণে লেজারযুক্ত ক্ষেপণাস্ত্র, ১৫৫ মিলিমিটার শেল, নাইট ভিশন ডিভাইস, বাংকার ধ্বংসকারী যুদ্ধাস্ত্র, নতুন ক্ষেপণাস্ত্র ও সাঁজোয়া যান অন্তর্ভুক্ত করেছে পেন্টাগন।
অস্ত্র সরবরাহের এ চালানের বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করতে অস্বীকার করেছেন পেন্টাগন মুখপাত্র। তবে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা ইসরায়েলকে প্রতিরক্ষার জন্য নিজেদের মজুদ থেকে বেশকিছু অস্ত্র সহায়তা দিয়েছে।
যদিও এর আগে ইসরাইলকে জরুরি সামরিক সহায়তা দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি বিল আটকে দেয় সিনেট।
ইসরাইলকে ১৪৩০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিতে একটি বিল পাস করে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। এর মধ্যে স্বল্পপাল্লার রকেট হামলা মোকাবিলায় আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষাব্যবস্থা কিনতে ৪০০ বিলিয়ন ডলার দেয়ার কথা বলা হয়েছে।