অমিতাভ পত্নী জয়া জানালেন বচ্চন পরিবারের অন্দরের কথা। সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ ফসকে পারিবারিক বিষয় নিয়ে মন্তব্য করে ফেলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২রা ফেব্রুয়ারি নাতনি নব্যা নভেলি নন্দার শোয়ে এসেছিলেন জয়া বচ্চন। জয়ার সঙ্গে এসেছিলেন তার একমাত্র মেয়ে শ্বেতা বচ্চনও। প্রাণোবন্ত লাগছিল নন্দাকে মা ও দাদির একসঙ্গে সাক্ষাৎকার নিতে পেরে। কিন্তু অনুষ্ঠানে শ্বেতা একটু কম কথাই বলছিলেন।
শোতে জয়া বলেন, শ্বেতা খুবই বুদ্ধিমতী। আমি শ্বেতার থেকে যতটা শক্তি পাই, ততটা অভিষেকের থেকে পাই না। শ্বেতাই আমার শক্তি, শ্বেতাই আমার সব। জয়ার এমন কথায় বুঝা যাচ্ছিলো অভিষেক নয়, বরং জয়ার কাছে মেয়ে শ্বেতাই সব। আর এই কারণেই বচ্চন পরিবারে দীর্ঘদিন ধরে চলছে ভাঙনের সুর।