মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতায় মো. নয়ন (২৫) নামের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নয়ন চিত্রকোট ইউনিয়নের নয়াহাটি খালপাড় গ্রামের মৃত জামাল উদ্দিনের পালকপুত্র। তিনি পেশায় রাজমিস্ত্রী।
গুরুতর আহত নয়ন বলেন, ‘ফলাফল ঘোষণার পর আমি নগর বাজার এলাকায় দাঁড়িয়েছিলাম। আমি স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার গোলাম সরোয়ার কবিরের কর্মী। পরে হঠাৎ নৌকার কর্মী আমার ফুফাতো বোনের ছেলে ভাগিনা জহিরুল, নুর আলম জয়নাল ও অজ্ঞাত বেশ কয়েকজন প্রথমে আমাকে হকিস্টিক ও লাঠি দিয়ে পেটাতে থাকে। পরে নূর আলম আমার বাম হাতে কোপ দিয়ে কব্জি বিচ্ছিন্ন করে ফেলে। পরে আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে’।
সিরাজদীখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাসির উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নয়নের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষরা। বিচ্ছিন্ন কব্জি খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।