বিশেষ প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে সংঘটিত ধর্ষণের ঘটনার ভাইরাল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব।
তিনি মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে শাহ পরানকে আটক করে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শাহ পরানই ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ‘মাস্টারমাইন্ড’।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশি তদন্তেও ভিডিও ছড়ানোর ঘটনায় শাহ পরানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে র্যাব গ্রেপ্তার করেছে এবং বর্তমানে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।