বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। বাংলাদেশের ‘পাপেটম্যান’ হিসেবে পরিচিত এই গুণী শিল্পী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
এই খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার। তিনি বলেন, “মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারতে চিকিৎসা শেষে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এরপর থেকে তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হচ্ছে।”
মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন বিশিষ্ট চিত্রশিল্পী, যিনি পাপেট শিল্পের বিপ্লব ঘটিয়েছেন। এজন্য তাকে ‘পাপেটম্যান’ বলা হয়। সম্প্রতি, ১ সেপ্টেম্বর তিনি তার ৮৯তম জন্মদিন পালন করেন।