চলতি বছরই মুক্তি পাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড় মিঞা ছোট মিঞা’ ছবি। খুব জোরেশোরে চলছে সিনেমার শুটিং। সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী আলায়া ও অভিনেত্রী মানুষী ছিল্লার। সিনেমার শুটিংএর কাজের ফাকেই সমুদ্রের ধারে হঠাৎ সারা শরীরে কাদা মাখামাখি করলেন সিনেমার এই দুই অভিনেত্রী।
সম্প্রতি কাদামাখা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী আলায়া। ছবিতে দেখা যাচ্ছে, আলায়া ও মানুষী ছিল্লারের গা ভর্তি কাদা, চোখে সানগ্লাস, খোলা চুলে হাসিমাখা মুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন তারা।
ছবির ক্যাপশনে আলায়া লিখেছেন, ‘ন্যাচারাল স্পা ডে’। অর্থাৎ প্রাকৃতিক স্পা-এ মজেছেন দুজনে। চর্চিত এই ছবি ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা সমালচনা।