মেক্সিকোর কোয়েরেতারোয় একটি পানশালায় বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে চার বন্দুকধারী হঠাৎ এই হামলা চালায় বলে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
হামলায় সাতজন পুরুষ ও তিন নারী প্রাণ হারিয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও সাতজন। ইতিমধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই রাজ্যের গভর্নর মাউরিচিও কুরি বলেছেন, এই হামলায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনা হবে। আমাদের সীমান্ত প্রহরা চালিয়ে যাব। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেব।