যানজট এড়িয়ে নির্বিঘ্নে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ব্যক্তিগত গাড়ি বাদ দিয়ে মেট্রোরেলে চড়ে বিয়ে করতে গেছেন এক তরুণী। সঙ্গে তাঁর পরিবারের মানুষেরাও গেছেন মেট্রোরেলে।
এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টানেটে। গত ১৬ জানুয়ারি এক্সে (সাবেক টুইটার) ‘ফরএভার বেঙ্গালুরু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিওটি। তাতে দেখা যায়, বিয়ের পোশাক পরে পরিবার নিয়ে মেট্রোস্টেশনে পৌঁছান ওই কনে। পরে ট্রেনে চড়ে অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা শুরু করেন তিনি। এসময় তাকে বেশ হাসিখুশি দেখা যায়। আঙুল দিয়ে বিজয়সূচক চিহ্নও দেখাচ্ছিলেন। আর আশপাশের সবাই অবাক চোখে তাকিয়ে ছিলেন তাদের দিকে।
ওই ভিডিওতে বলা হয়েছে, সেদিন আসলে বেঙ্গালুরু শহরে তীব্র যানজট ছিল। এতে গাড়িতে করে বিয়েতে যোগ দেয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল কনের পরিবারের জন্য। শেষ পর্যন্ত গাড়ি ছেড়ে দিয়ে মেট্রোতে করে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই বুদ্ধির জেরেই সময়মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারেন তারা।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ওই কনে এখন ইন্টারনেটে খ্যাতি পেয়েছেন ‘স্মার্ট কনে’ পরিচয়ে। অনেকে আবার শহরের নড়বড়ে যান চলাচল ব্যবস্থার তুমুল সমালোচনা করেছেন।