চলতি মাসের ৮ তারিখ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি, তিনি ও রণবীর মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন। সেই সঙ্গে জানা গেছে, তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় একটি নতুন ফ্ল্যাট কিনেছেন।
এক প্রতিবেদন অনুযায়ী, ১২ সেপ্টেম্বর নতুন ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। সাগর রেশম আবাসনের ১৫ তলায় অবস্থিত এই ফ্ল্যাটটি তাদের মেয়ের জন্যই নতুন বাসস্থান হিসেবে ব্যবহৃত হবে।
রণবীরের মা অঞ্জু ভবানীর বাড়ির খুব কাছেই অবস্থিত এই সমুদ্রঘেঁষা ফ্ল্যাট কিনতে খরচ হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ। জানা গেছে, তারা ১৭ কোটি ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা) দিয়ে এটি কিনেছেন।
এই নতুন ফ্ল্যাটের আয়তন ১,৮৪৫ বর্গফুট। তবে এটাই প্রথম নয়; এর আগেও দীপিকা ও রণবীর বান্দ্রায় শাহরুখ খানের মান্নাতের কাছে একটি সি ফেসিং বাড়ি কিনেছিলেন, যার দাম ছিল প্রায় ১০০ কোটি রুপি।
এছাড়াও, ২০২১ সালে আলীবাগে ২২ কোটি রুপি বিনিময়ে আরেকটি বাড়ি কিনেছেন এই তারকা দম্পতি।
রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন শিগগিরই রোহিত শেঠীর ‘সিংঘম এগেইন’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন। এছাড়া, রণবীর ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ ছবিতেও হাজির হবেন।