বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান এবং নূপুর শিখরের প্রেমের সম্পর্ক সেই ২০২০ সাল থেকে। গত বছর তারা বাগদান সারেন। তারপর চলতি বছরের ৩ জানুয়ারি আইনি বিয়ে হয় তাদের।
আইনি বিয়ে সম্পন্ন হওয়ার পর সামাজিকভাবে ১০ জানুয়ারি উদয়পুরে পরিবার, আত্মীয়, বন্ধুদের সামনে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।মেয়ের বিয়েতে ভারতের উদয়পুরে রাজকীয় বিয়ের আয়োজন করেন বাবা আমির খান।
আনন্দ আসরের মধ্যেও মেয়েকে বিদায় দেয়ার কষ্টে কেঁদে ফেললেন আমির। লুকিয়ে কাঁদলেও চোখ এড়ায়নি কারও। ধর্মমতে আমির খানের মেয়ে ইরা খান এবং নূপুর শিখর পরিবারের সামনে বিবাহিত জীবন কাটানোর শপথ বাক্য পাঠ করেন। আর তারপরই একে অন্যকে চুমু খেতে দেখা যায়। আর মেয়ের বিয়ে হয়ে যেতেই আর সাধারণ বাবাদের মতোই কেঁদে ফেলেন আমির খান।