রাজধানী সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে নয়টি বাস। এই বাস গুলো নিয়মিত শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে বিভিন্ন রুটে যাতায়াত করে। এর মধ্যে নরসিংদী রুটে যাতায়াত করে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাস। যেটি মেরামতের পর আজ ক্যাম্পাসে প্রবেশ করেছে।
এর আগে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাসটি বুধবার (২৪ জানুয়ারি) ভোরে ক্যাম্পাস থেকে নরসিংদীর উদ্দেশ্যে যাত্রাকালে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এর পর থেকে বাসটি মেরামতের জন্য গ্যারেজে পড়েছিল।
আজ রোববার (২৪ মার্চ) দুপুর ২টা ১০মিনিটে কলেজ ক্যাম্পাসে মেরামতের পর বাসটি প্রবেশ করে। নরসিংদীর উদ্দেশ্যে বাসটি কবে থেকে চলবে জানতে চাইলে বাসটির চালক হাবিবুর রহমান বলেন, ঈদের ছুটি শেষে বাস নিয়মিত যাতায়াত করবে।
এদিকে বাস ঠিক হওয়ার খুশীতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নরসিংদীর আশেপাশে বসবাসরত শিক্ষার্থীরা ।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বাসের নিয়মিত যাত্রী সৃষ্টি রয় হিয়া বলেন, বাস ঠিক হওয়ায় আমি অনেক খুশি। দুই মাস বাস বন্ধ থাকায় অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। বিভিন্ন জায়গায় পাবলিক বাসের জন্য অপেক্ষা করা কিংবা ইনকোর্স পরীক্ষা আসতে দেরির সম্মুখীন হয়েছি। এখন বাস পেয়ে মনে হচ্ছে, আমার দ্বিতীয় পরিবার পেয়েছি।
মনে হচ্ছে ছোট বেলার হারানো জিনিস খুঁজে পেয়েছি বলে মন্তব্য করেছেন বাসটির আরেক যাত্রী ইমন। তিনি বলেন, এখন থেকে আবারও কলেজে বাসে যাতায়াত করতে পারবো। দীর্ঘদিন পর ক্যাম্পাসে বাস দেখে অনেক আনন্দ হচ্ছে।
তথ্য মতে, বাসটি মেরামত করতে প্রায় দেড় লাখ টাকার অধিক খরচ হয়েছে। বাসটি মেইন গ্লাস, গাড়ি সম্পূর্ণ অংশ ডেন্টিং করা এর সাথে রঙ করা হয়েছে। প্লাস্টিক অংশ গুলো কিছু মেটাল করা হয়েছে। আর বাসটি মেরামত করতে সময় লেগেছে দুই মাস।
মো: শফিক খান
সরকারি তিতুমীর কলেজ