মারাকানা স্টেডিয়ামে আজ খেলা শুরুর আগে দুই দল জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টাইন সমর্থকদের উপর উপর চেয়ার ছুঁড়ে মারেন ব্রাজিল সমর্থকরা। এরপরই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতির। দুই দলের সমর্থকদের মাঝে বেঁধে যায় দাঙ্গা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আলবিসেলেস্তে ভক্তদের উপর চড়াও হয় ব্রাজিলিয়ান পুলিশ।
এরপর মেসিরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান। মাঠ ছেড়ে যাওয়ার ঘটনায় ম্যাচ চলাকালীন রদ্রিগো দি পল ও লিওনেল মেসির সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো কথার লড়াইয়ে নামেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসির মতে, ড্রেসিং রুমে ফিরে যাওয়ায় আর্জেন্টিনা খেলোয়াড়দের ‘কাপুরুষ’ বলেছেন রদ্রিগো।
তবে এই ব্রাজিলিয়ানের জবাব দিতে দেরি করেননি মেসি। আর্জেন্টাইন তারকা বলেছেন,”আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কাপুরুষ হব কেন? নিজের চেহারার দিকে তাকাও।’
এরপরেই দুই দলের খেলোয়াড়রা এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। যাতে কথার লড়াই আর না এগোয়।
উত্তাপ ছড়ানো ম্যাচে অবশ্য শেষ হাসি আর্জেন্টিনার। নিকোলাস ওতামেন্দির গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে ঘরের মাঠে ব্রাজিলের এটিই প্রথম হার।