মেসির পর আর কেউ কোনোদিন পরবে না দশ নম্বর জার্সি। তার সাথেই জাতীয় দল থেকে অবসরে যাবে জার্সি নাম্বার টেন। ৩৬ বছর পর লিওনেল মেসির নেতৃত্বেই বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। তাই বিশ্বসেরা এই ফুটবলারকে সম্মান জানাতে এমন বিশেষ উদ্যোগ নিলো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
এই দশ নম্বর জার্সি পরেই ১৯৮৬ তে দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার ঘরে এনে দিয়েছিলো বিশ্বকাপ এরপর সেই লিগ্যাসি মেনে ২০২২ এ ৩৬ বছর পর মেসির হাত ধরে ধরা দেয় অপেক্ষার সোনালি ট্রফিটা। সব মিলিয়ে জার্সি নাম্বার দশ আর্জেন্টাইন জাতির স্বপ্নের রূপকার। সেই জার্সিকে নিয়ে তাই আর্জেন্টাইনদের আবেগটা তাই সবার চেয়ে আলাদা।
লিওনেল মেসি যে মুহূর্তে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেবেন তার সাথে দশ নম্বর জার্সিটাও চলে যাবে অবসরে। আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।