সবকিছু নিয়ন্ত্রণে আসলে পরে আবারও মাঠে ফেরে মেসি ও আর্জেন্টিনার ফুটবলাররা। শুরু হয় ম্যাচ । ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে মারাকানা ছাড়ে মেসির দল। ব্রাজিলের বিপক্ষে এই জয়ে টেবিলের শীর্ষ স্থানটা আরও পাকা করল আর্জেন্টিনা। দুই পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে উরুগুয়ে। আর ব্রাজিলের অবস্থান টেবিলের ছয়ে।
ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে মেসি বলেন, আমরা দেখেছি ব্রাজিলের পুলিশ কিভাবে আমাদের মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা। মাঠে খেলার চেয়ে আমাদের সমর্থকদের ওপর চড়াও হওয়্যাতেই তাদের মনোযোগ বেশি থাকে। আমরা একটা পরিবার। তাই পরিস্থিতি শান্ত করতেই আমরা আবার মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম।