আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ছিলেন। কিন্তু বর্তমানে এই দুই তারকা খেলোয়ারের চেয়েও বেশি মূল্য পাচ্ছেন নরওয়ের ২৩ বছর বয়সি আর্লিং হালান্ড।
বর্তমানে ম্যানচেস্টার সিটির কাছ থেকে ১৪৪.২ মিলিয়ন ইউরো আয় করার মাধ্যমে নিজেকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছেন হালান্ড।
ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে ৫২ গোল করেছেন আর্লিং হালান্ড। হালান্ডের গোলের যে অভাবনীয় রেকর্ড, এ কারণে সিটি গত আসরে ট্রেবল জয়ের কৃতিত্ব দেখতে পায়, মুলত এর ওপর ভর করেই হালান্ডের মূল্য বেড়ে যায়।