টানা বর্ষণ ও উজানের পানির ঢলে সৃষ্ট স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১২ জেলায় ১ হাজার ৮০০টিরও বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের সেবা বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিগ্রেডিয়ার জেনারেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত ১২ জেলায় ১ হাজার ৮০৭টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ফেনীতে সবচেয়ে বেশি টাওয়ার অকেজো হয়ে গেছে। সেখানে মোবাইল নেটওয়ার্ক সচল করতে জেলা প্রশাসকের কাছে ৫টি ভিস্যাট পাঠানো হয়েছে। তবে এখনও দুর্গত এলাকায় ১০ হাজার ৪৪৩টি টাওয়ার চালু রয়েছে বলে জানান তিনি।
এ দিকে, মোবাইল অপারেট প্রতিষ্ঠানগুলো বলছে, বন্যাকবলিত অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের টাওয়ারগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই জায়গাগুলোতে এখনও বন্যার পানির তীব্র বান থাকায় নেটওয়ার্কের পুনঃসংযোগ স্থাপনে শীঘ্রই কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
আর আহমেদ//