‘হুব্বা’য় মোশাররফ করিমের অভিনয় প্রশংসিত হচ্ছে।
শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মুক্তি পেয়েছে ব্রাত্য বসুর সিনেমা ‘হুব্বা’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনয়শিল্পী মোশাররফ করিম।
মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছে ছবিটি, হুব্বার চরিত্রে মোশাররফ করিমকে প্রশংসায় ভাসিয়েছেন সমালোচকেরা।’
এই সমালোচনায় বলা হয়েছে, ‘পুলিশের লড়াই আর এলাকার ডন কেমন চাবুক টানটান হতে পারে, মোশাররফ আর ইন্দ্রনীলের দৃশ্যগুলো দেখিয়ে দিয়েছে। এই পুলিশেরই দাম্পত্য জীবনে কত জটিল বাঁক থাকতে পারে, তা-ও দেখার।’
হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে সিনেমাটি সম্পর্কে লেখা হয়েছে, ‘সব মিলিয়ে বলা যায়, বাংলার প্রেক্ষাপটে আরও একটা “ডন” বানিয়ে ফেলেছেন পরিচালক ব্রাত্য বসু।