নির্মাতা ব্রাত্য বসুর ‘হুব্বা’ দিয়ে আবারও কলকাতার সিনেমায় আসছেন মোশাররফ। ইউটিউবে ভারতীয় বাংলা ছবি ‘হুব্বা’ ট্রেলার প্রকাশের পর মোশাররফ করিমকে নিয়ে মন্তব্যের যেনো কোনো শেষ নেই। মোশারফ করিমের “হুব্বা” সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৯ জানুয়ারি।
ট্রেইলারে কখনও দলবল নিয়ে বন্দুক হাতে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন মোশারফ। কখনও নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। তার খোঁজ পেতে ঘুম হারাম হচ্ছে পুলিশের কর্তাদের। আর ধরে ফেলার পর মোশাররফের ওপরে চলছে পুলিশি কায়দায় নানা নির্যাতন।
চলতি সপ্তাহে দুটো বড় বাংলা ছবি, দক্ষিণী ছবি এবং শাহরুখের ছবির মাঝেও ‘হুব্বা’ নিয়ে জোর চর্চা টলিউডে। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারের প্রতি ছত্রে টানটান উত্তেজনার ঝলক মিলেছে। ধুন্ধুমার অ্যাকশন, পুলিশের থার্ড ডিগ্রি, যৌনতা – কী নেই সেখানে? কুখ্যাত গ্যাংস্টারের রাজত্ব আর অন্ধকার জগতের গল্প বড় পর্দায় নিয়ে আসতে চেষ্ঠার কমতিতে যে এতটুকু ত্রুটি রাখেননি ব্রাত্য বসু, সেটা ট্রেলারেই পরিষ্কার হয়ে গেছে।
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার ‘হুব্বা শ্যামলের’ জীবনকাহিনী হল এই সিনেমা গল্প। হুব্বা ছিলেন হুগলি জেলার গ্যাংস্টার, যাকে ডাকা হত হুগলির ‘দাউদ ইব্রাহিম’ নামে। এবার এই ‘হুব্বা’ হয়েই পর্দায় আসছেন মোশাররফ।