চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই তিনি ছেলে পুণ্যর সঙ্গে মজার ছবি ও ভিডিও শেয়ার করেন। সম্প্রতি তিনি পুণ্যকে নিয়ে ঘুরতে গেছেন সুন্দরবনে, যেখানে তার মোহনীয় লুক ভক্তদের নজর কাড়ছে।
গতকাল পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তিনি সাদা শাড়ি, সিলভার রঙের এন্টিক জুয়েলারি, খোলা চুল, এবং হালকা মেকআপে মোহনীয় রূপে ধরা দিয়েছেন। নায়িকার এই সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা।
একটি ভিডিওতে দেখা গেছে, সুন্দরবনের মাঝে ছেলে পুণ্যকে কোলে নিয়ে হাঁটছেন পরীমণি। এ সময় পুণ্য নিজ হাতে তার টাইগার ব্যান্ডটি মাথায় পরার চেষ্টা করছিল।
প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট পরীমণির ছেলে পুণ্যর জন্ম হয়। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমণি একাই ছেলেকে বড় করছেন। কয়েক মাস আগে তিনি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন, যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম।
এমএ//