ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে র্যাব-২ ও যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জন গ্রেপ্তার হয়েছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) র্যাব সদর দপ্তর হতে প্রেরিত এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়। অভিযানকালে দুটি পিস্তল, ২০টি গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
র্যাব জানায়, চারজন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ ব্যক্তিকে ঢাকার মোহাম্মদপুরস্থ জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে কয়েকটি থানায় মামলা রয়েছে।
আরএস