মৌলভীবাজারে ইসলামি সাংস্কৃতিক সংগঠন রিসালাহ’র ২০২৫-২০২৭ সালের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ (১৬ জুলাই) মৌলভীবাজার পৌর মিলনায়তনে দুপুর ২টায় রিসালাহ’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মুজাহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও আবৃত্তি পরিচালক হাসান বিন সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারি মোজাম্মিল আহমদ। অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিসালাহ’র উপদেষ্টা, ডা. কুতুব উদ্দিন অ্যাডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল আলিম, বড়হাট দাখিল মাদরাসার সুপার সৈয়দ মাওলানা ইউনুছ আলী, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নূরুল ইসলাম শেফুল, সালাহ উদ্দিন ইবনে শিহাব, তালামীযে ইসলামিয়ার জেলা সভাপতি হাফিজ জামাল আহমদ, রিসালাহ’র আজীবন সদস্য মো. রেজাউল করিম।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসালাহ’র সহকারী প্রধান ফরহাদ আহমদ, পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল, নির্বাহী পরিচালক শামসুল হাসনাত প্রমুখ। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পরিচয় কার্ড প্রদান করা হয়।