মৌলভীবাজার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক কনকপুর এলাকায় বাসের ধাক্কায় সিএনজি খাদে পরে দুইজন আহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কনকপুরের শাহবন্দর এলাকায় বাস সিএনজি সংঘর্ষ হয়ে দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, সিলেট আঞ্চলিক মহাসড়ক কনকপুরের শাহবন্দর এলাকায় সিলেটগামী দিগন্ত পরিবহন বাস সামনে থাকা সিএনজিকে ধাক্কা দেয়
এতে গাড়ি খাদে পড়ে চালকসহ আহত হয়েছে দুই জন। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটে নি বলে জানিয়েছে স্হানীয়রা ।
সিএনজি একজন যাত্রী বলেন , কিছুদিন ধরে মৌলভীবাজার ঢাকা- সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রায় সময় দুর্ঘটনা ঘটে সিএনজি চালকদের গতি কারনে । তারা মনে করে এটা সিএনজি নয় , মটর সাইকেল পালসার, কিছু চালকদের অবহেলার কারনে সংঘর্ষ হয়ে তাজা প্রাণ গুলো ঝরে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয় ।