মৌলভীবাজারে “যুব সমাজ হাল ধর, মাদকমুক্ত সমাজ গড়” এই শ্লোগানকে ধারণ করে সোনার বাংলা আদর্শ ক্লাবের ব্যবস্থাপনায় মেধা যাচাই প্রতিযোগিতা-২০২৪ এর পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার সরকার বাজার আল-মাহবুব কমিউনিটি সেন্টারে ঐ মেধা যাচাই প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন।
ক্লাবের সভাপতি সাংবাদিক রিপন মিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাম্মু চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন। শুরুতে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ক্লাবের উপস্থিত সকল সদস্যরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের দশর্ন বিভাগের প্রভাষক প্রিয়া রানী এস, খলিলপুর ইউপির চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শিহাবুর রহমান, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম,
সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দে, শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস প্রমুখ।
এ সময় বক্তারা- সোনার বাংলা আদর্শ ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন-মৌলভীবাজারের মধ্যে এই ক্লাব একটি সুনামধন্য আদর্শিক ক্লাব। ক্লাবের বিভিন্ন অনুপ্রেণামূলক কর্মকাণ্ড যেমন, মেধা যাচাই প্রতিযোগিতা, মাদকমুক্ত সমাজ গঠনে সামাজাকি কর্মকাণ্ডের প্রচার ও প্রসার, বিভিন্ন সময়ে বন্যার্ত-অসহায়, হত-দরিদ্রদের পাশে দাঁড়ানো সহ অসংখ্য কার্জক্রম সত্যিই প্রশংসার দাবীদার।
ক্লাবের এমন কর্মকাণ্ডের ধারা অব্যহত থাকার আহবান জানিয়ে ক্লাবটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন সকলেই।
শেষে অনুষ্ঠিতব্য মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৭শ ৫০জন শিক্ষার্থীদের মধ্যে ১২ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও ৪৮ জনকে সাধারণ বৃত্তি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট এবং শিক্ষা-উপকরণ প্রদান করা হয়।