মৌলভীবাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান
মৌলভীবাজারে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার রাত ১১ টার শহরের পশ্চিমবাজার কুদরত উল্লাহ সড়কে অবৈধভাবে পণ্য মজুত রাখার অভিযোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন মেজর মেহেদী হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজ উদ্দিন।
এ সময় ইমরান এন্ড ব্রাদার্সকে তেল মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা এবং সোহেল ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সয়াবিন তেল ১৭৩১ লিটার, চিনি ৪৭৫০ কেজি, ছোলা ২৮৫০ কেজি মজুত পাওয়া যায়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ দ্রব্যসামগ্রী হিসেবে ৩ কেজি মরিচের গুঁড়ো ও ৬ কেইস কোমল পানীয় উদ্ধার করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন বলেন, “রমজান মাসের আগে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারি ও মূল্যবৃদ্ধি করে বাজারের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এ কারণে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।