রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশটিকে প্রথমবারের মতো টেস্ট ম্যাচে হারিয়েছে টাইগাররা। সেটাও আবার পাকিস্তানের ঘরের মাঠেই। ঐতিহাসিক জয়ের এই ম্যাচে বাংলাদেশের নায়ক অভিজ্ঞ মুশফিকুর রহিম।
১৯১ রানের অনবদ্য ইনিংস খেলে ঐতিহাসিক জয়ের ম্যাচসেরা হয়েছেন ১৯১ রানের অনবদ্য ইনিংস খেলে ঐতিহাসিক জয়ের ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। এই পুরস্কারের অর্থ পুরোটাই বন্যার্তদের সাহায্যে দিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পুরস্কারের অর্থ বন্যার্তদের দিয়ে দেয়ার ঘোষণা দেন মুশফিক। তিনি বলেন, ‘আমি একটি ঘোষণা দিতে চাই। আমি আমার পুরস্কারের টাকা বাংলাদেশের বন্যাকবলিত মানুষকে দান করতে চাই।’
পুরস্কার বিতরণীতে দলের পারফরম্যান্স নিয়ে মুশফিক বলেন, ‘পাকিস্তান সিরিজের আগে আমাদের দুই মাসের বিরতি ছিল। তাই আমরা এই সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছি। কোচিং প্যানেল এবং ম্যানেজমেন্টের লোকজনকে ধন্যবাদ দিতে হয়। তারা সঙ্গে থাকলে আমার জন্য সুবিধা হয় এবং আমি সেরাটা দেয়ার চেষ্টা করি। দেশের জন্য ভালো করাটা আমাকে অনুপ্রেরণা দেয়।’