সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর উপাচার্য, রেজিস্ট্রার,ট্রেজারারসহ, তার সিন্ডিকেটদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর দায়িত্বে থাকা প্রশাসনিক পদ থেকে পড়েছে পদত্যাগের হিড়িক ।
সর্বশেষ শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান ।
মঙ্গলবার (২০ ই আগস্ট ) বেলা ১২ টায় শিক্ষার্থীরা উপাচার্য ও তার সকল সিন্ডিকেটের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়েরই সাধারণ শিক্ষার্থীরা । বিক্ষোভ মিছিলটি কাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমানের ডরমেটরির বাসার সামনেই অবস্থান নিয়ে তখন বিভিন্ন স্লোগান দিতে থাকে । পরবর্তীতে শিক্ষার্থীদের তুমুল তোপের মুখে পদত্যাগ করেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান।
এছাড়া, আজ সকালে যবিপ্রবির পরিবহন প্রশাসক ড. মোঃ জাহাঙ্গীর আলম রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন । এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি , উপাচার্যের একান্ত সচিব আব্দুল রশিদ অর্ণব এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ইকবাল কবির জাহিদ স্বেচ্ছায় পদত্যাগ করেন । এছাড়া গতকাল রাতে অব্যাহতি চেয়ে আবেদন করেন শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট বডি। এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ড. মোঃ আহসান হাবীব নিশ্চিত করেছেন।
এইবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব জানান যে, তাঁরা লিখিত আবেদনের মাধ্যমে অব্যাহতি চেয়েছেন এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ।
এমদাদুল/এমএ//