কেক কাটা, র্যালিসহ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফার্মেসি বিভাগ এর বর্ণাঢ্য আয়োজনে ”Pharmacists Meeting Global Health Needs” এই প্রতিপাদ্যটাকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনের প্রধান সড়ক হতে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে আবার ও বঙ্গবন্ধু একাডেমিক ভবন এর নিচে কেক কাটা এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
যবিপ্রবির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ডঃ মোছাঃ ফারজানা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আব্দুল মজিদ বলেন যে, এই বিশ্ববিদ্যালয়ে আমরা সকলেই স্টুডেন্ট । আমরা শিক্ষকরা হলাম একজন সিনিয়র স্টুডেন্ট আর চলমান শিক্ষার্থীরা হলেন জুনিয়র স্টুডেন্ট । কোনো বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের মত না , সেখানে শিক্ষকরা শিখায় আর শিক্ষার্থীরা মুখস্ত করে। আর বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে সবাই মিলে আমরা নলেজ শেয়ার করি, আমাদের নলেজটাকে জেনারেট করি এবং আরো ডেভেলপড করি। তারপর সেটাকে আমরা সমাজে উপস্থাপন করি। তাছাড়া বিশ্ববিদ্যালয় হল হলো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামের সাথে বিশ্ববিদ্যালয় শব্দটি জড়িত তাই তোমাদের চিন্তা – চেতনা ও হবে অনেক উচ্চ মানের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহার এমন হতে হবে যেন কেউ তোমাদের কোনোরূপ প্রশ্নবিদ্ধ না করতে পারে। এছাড়া কেউ যদি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহারও করে, তখন ও তোমাদের উচিত হলো রাগকে শক্ত ভাবেনিয়ন্ত্রণ করে চরম ধৈর্যের সাথে পরিস্থিতি কে মোকাবেলা করা এবং তাদেরকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নেওয়া। তাহলেই তুমি দেখবে সে ব্যক্তি তখন নিজের ভুল বুঝতে পারছে ।
উক্ত অনুষ্ঠানে তখন আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডীনস কমিটির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ডঃ মোঃ সিরাজুল ইসলাম, যবিপ্রবি প্রক্টর মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জঃ, ছাত্র পরামর্শ এবং নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডঃ মোঃ মীর মোশাররফ হোসেনসহ ফার্মেসি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
আরএ//