যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
রবিবার(৩ নভেম্বর) দুপুর ২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় তারাঁ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষার পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন।
শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, গবেষণার জন্য শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে যাতে করে সবাই গবেষণায় আগ্রহী হয়ে ওঠে। পাশাপাশি খুব শীঘ্রই সকল বিভাগের ল্যাবগুলো আরো সমৃদ্ধ করা হবে।
পড়াশোনার পাশাপাশি বিভিন্ন দক্ষতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সফটস্কিল গুলো আমরা প্রথম বর্ষ থেকেই চালু করবো। ফলশ্রুতিতে সকল শিক্ষার্থী নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যবিপ্রবিকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।