যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত করার জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটিতে ডীন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলামকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার নিত্যানন্দ পালকে সচিব করা হয়। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান, মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃআব্দুর রউফ সরকার, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড.মোঃ সাব্বির হোসাইন।
কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় এফএমবি ও ইএসটি বিভাগের শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছে।