যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদের (২০১৬-২০১৭) শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম এর শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ শনিবার (২রা নভেম্বর) যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম এর শুভ উদ্ভোধন করা হয় ।
যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের মোট ৪৯ জন শিক্ষার্থীকে ১ বছর ব্যাপী তাদের নিজ নিজ উপজেলার প্রাণিসম্পদ হাসপাতাল এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ইন্টার্ন ডাক্তার হয়ে কাজ করবেন তারা ।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি ( সিভাসু ) এর সাবেক উপাচার্য এবং ইন্টার্নশিপ এর কো-অর্ডিনেটর প্রফেসর ডাঃ আবু সালেহ মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরই ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ জিয়াউল আমীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর আরভিএসএম ডাঃ প্রান গোপাল চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডাঃ মোঃ জিয়াউল আমীন বলেন যে, ‘এই সেক্টরে থিউরি বিষয় পড়ার পাশাপাশি হাতে কলমে শিখতে এই ইন্টার্নিশিপ জরুরি। আমি আশাবাদী যে শিক্ষার্থীরা ভালোভাবে তাদের হাতের কাজ শিখবে এবং দেশে-বিদেশে এই ক্যাম্পাসের ভাবমূর্তিকে তুলে ধরবে।’
উল্লেখ্য যে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদটি ঝিনাইদহ জেলায় অবস্থিত যা পূর্বে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ হিসেবে পরিচিত ছিলো।