আফগান নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্যদের গোপন একটি নেটওয়ার্কের কাছ থেকে বিবিসি খবরে প্রকাশ করেছে যে ; তালেবানশাসিত আফগানিস্তানে ফিরে যাওয়াটা তাঁদের জন্য নিরাপদ নয়। তাঁদের কেউ কেউ মনে করেন, যুক্তরাজ্য আশ্রয় না দিয়ে তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
যুক্তরাজ্যের সাবেক এক জেনারেলও বলেছেন, এসব আফগান যোদ্ধাকে নিরাপদ জায়গায় সরিয়ে না নিতে পারলে তা হবে যুক্তরাজ্যের ‘বিশ্বাসঘাতকতা’।
একসময় আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছিলেন আফগান বিশেষ বাহিনীর সদস্যরা, তবে ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর তাঁদের অনেকেই নিজ দেশ থেকে বিতাড়িত হন।এসব সেনাদের অনেকে পাকিস্তানে পালিয়ে যান। এখন পাকিস্তানও বলছে, আফগান শরণার্থীদের বিতাড়িত করা হবে।
সম্প্রতি খবর বেরিয়েছে, জ্যেষ্ঠ ব্রিটিশ কূটনীতিক ও সামরিক সদস্যরা ঝুঁকিতে থাকা আফগান সেনাদের আশ্রয় দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন, তবে তা প্রত্যাখ্যান করা হয়েছে। আর এরপরই পাকিস্তানে পালিয়ে থাকা এসব আফগান সেনার আতঙ্ক বেড়েছে।
২০২১ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে বলেছিলেন, আফগান বিশেষ বাহিনীর যোদ্ধাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে যুক্তরাজ্য যথাসাধ্য কাজ করবে।
১২ বছরের বেশি সময় ধরে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছেন জেনারেল রিচার্ড ব্যারনস। বিবিসি নিউজনাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসব সেনাকে স্থানান্তরের ব্যবস্থা করতে না পারাটা যুক্তরাজ্যের জন্য অসম্মানের। কারণ, এর মধ্য দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে যে হয় জাতি হিসেবে আমরা ধোঁকাবাজ, নয়তো অযোগ্য।
’ তিনি আরও বলেন, ‘এর কোনোটাই গ্রহণযোগ্য নয়। এটা বিশ্বাসঘাতকতা। আর এ বিশ্বাসঘাতকতার কারণে যেসব মানুষ একসময় আমাদের হয়ে কাজ করেছিলেন, তাঁদেরই এখন হয় মরতে হবে, নয়তো কারাগারে থাকতে হবে।’