ইসরাইলকে আবারও ৮৭০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা ও লেবাননে সামরিক আগ্রাসনের মধ্যেই এই সহায়তা পেয়েছে ইসরায়েল।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে পেন্টাগনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়।
এই প্যাকেজের অর্থ দুইভাগে দেয়া হয়েছে। একভাগে রয়েছে ৩৫০ কোটি মার্কিন ডলারের যুদ্ধকালীন অপরিহার্য সমস্ত দ্রব্য ক্রয়ের খাতে বরাদ্দ, যা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাখা হয়েছে ৫২০ কোটি মার্কিন ডলার।
ইসরাইলের সুরক্ষায় নিয়মিত সামরিক সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সহায়তার পরিমাণ অনেকটাই বেড়েছে। গত মাসেই ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন।
বিএন