যুক্তরাষ্ট্রের সমালোচনা করে রাশিয়ার প্রতি সমর্থন জানালেন উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলাউসেভের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইউক্রেনের দীর্ঘ-পাল্লার অস্ত্র ব্যবহারের পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ রয়েছে। তিনি রাশিয়ার আত্মরক্ষার অধিকারকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দেন।
শনিবার (৩০ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-র বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
কিম অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দীর্ঘ-পাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে উসকানি দিচ্ছে। তিনি বলেন, রাশিয়ার উচিত শত্রুদের মূল্য দিতে বাধ্য করা। উত্তর কোরিয়া রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টায় অবিচল সমর্থন জানাবে।
কিম আরও জানান, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক, বিশেষ করে সামরিক সহযোগিতা, আরও প্রসারিত করা হবে। তিনি এ কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন, যা গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে হবে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়ায় গোলাবারুদসহ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে এবং ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে। তবে কিম ও বেলাউসেভের আলোচনায় সেনা মোতায়েনের বিষয়টি উঠে এসেছে কিনা, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে দুই নেতার শীর্ষ সম্মেলনের পর এই ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেয়েছে।
আরএস//বিএন