মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতাকে হত্যার দায়ে একজনকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রযুক্তি উদ্যোক্তা ফাহিম সালেহর ব্যক্তিগত সহকারী ছিলেন দণ্ডপ্রাপ্ত টাইরেস হাসপিল (২৫)।
বুধবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম পিপল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালত এ রায় দেয়।
রায়ের বিষয়ে ম্যানহাটন জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ জুনিয়র বলেন:
“টাইরেস হাসপিল আজ প্রখ্যাত প্রযুক্তিবিদ ফাহিম সালেহকে নির্মমভাবে হত্যা করায় আইনের মুখোমুখি হয়েছেন। আজকের এ রায়ের মাধ্যমে নিহতের পরিবারের সদস্যরা একটু হলেও যন্ত্রণা থেকে নিস্তার পাবেন।”
চার বছর আগে ২০২০ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিজ বাসায় ৩৩ বছর বয়সী রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তিবিদ ফাহিম সালেহকে হত্যা করেন হাসপিল। এ হত্যার দায়ে আদালত কারগিলকে দোষী সাব্যস্ত করায় ৪০ বছর কারাভোগ করতে হবে তাঁকে। ম্যানহাটন জেলা অ্যাটর্নির কার্যালয়ের প্রদত্ত তথ্যানুযায়ী নিউইয়র্ক কারাগারেই রাখা হবে তাঁকে।
আরএস