এবার নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন এক তথ্য জানালো মেসি নিজেই। যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়েও।
সম্প্রতি মেসি ইএসপিএন/স্টার প্লাসের ডকুমেন্টারি ‘চ্যাম্পিয়নস, এ ইয়ার লেটার’-এ নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, পরের বিশ্বকাপে তার খেলার বিষয়টি সময় বলে দেবে। বর্তমানে তিনি ফোকাস করছেন কোপা আমেরিকা নিয়ে। তিনি বলেন, ‘যতদিন আমি ফুটবল উপভোগ করব এবং মাঠে দলের হয়ে ভালো কিছু করতে পারব, ততদিন আমি আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব। তবে আমি এখন যা ভাবছি তা হলো আসন্ন কোপা আমেরিকা এবং এতে খেলতে পারা নিয়ে। তখন সময়ই বলে দেবে আমি আগামী বিশ্বকাপে থাকব কি না। তখন আমার বয়স ৩৯ হবে। আর ঐ বয়সে বিশ্বকাপ খেলাটাও সহজ নয়।’
তিনি আরও বলেন, ‘২০২২ বিশ্বকাপের পর মনে হয়েছিল অবসর নিয়ে নেব। তবে সিদ্ধান্ত বদলেছি। দলের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চাই। এই সময়টা বেশি করে উপভোগ করতে চাই। ২০২৬ পর্যন্ত কী হবে তা এখন ভাবছি না। তবে অনেক কিছুই ঘটতে পারে।’