ঠাকুরগাঁওয়ে যুবদলের নাম ভাঙ্গিয়ে এবং ভূয়া চিঠি নিয়ে অফিস ও কাঁচামালের আড়তে পিকনিকের চাঁদা চাইতে গিয়ে পুলিশের হাতে আটক হয় ৩ যুবলীগ কর্মী।
পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোবিন্দনগরে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে, সোলায়মান হোসেন(৩২), রাজু হোসেন (২৭) ও রাকিব হোসেন (৩০)। সোলায়মানের বাড়ি ঘোষপাড়া, রাজু ও রাকিবের বাড়ি কলেজপাড়া।
স্থানীয়দের অভিযোগ, এই তিনজন কাঁচামালের আড়োতে গিয়ে নিজেদেরকে যুবদলের ৯ নং ওয়ার্ডের সদস্য বলে দাবি করে পিকনিকের চাঁদা দাবি করে । সেসময় দোকানদার সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।
এ ব্যাপারে জেলা ছাত্রদল সভাপতি বলেন, আমরা প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছিলাম যুবদল ছাত্রদল বিএনপির নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজি সন্ত্রাস জ্বালাও পোড়াও করছে পরাজিত আওয়ামী লীগ-যুবলীগের দুষ্কৃতিকারীরা।
আজ জনসাধারণ হাতেনাতে এ ধরনের দুষ্কৃতিকারীদের ধরে ফেলেছে। আমরা এরকম অভিযোগ পেয়ে ৯ নং ওয়ার্ডের যুবদল ছাত্রদলের সাথে যোগাযোগ করি এবং নিশ্চিত হই বিএনপি বা অঙ্গসংগঠনের সাথে আটককৃতদের কোনো সম্পৃক্ততা নেই। তারা পূর্ব থেকেই যুবলীগের স্থানীয় চাঁদাবাজ বলে আমরা নিশ্চিত হয়েছি। এদের কঠোর শাস্তি দাবি করছি।
বিএনপির জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন এ প্রশ্নে বলেন, বোঝা যাচ্ছে পরাজিত শক্তি নিজেরা দুষ্কর্ম করে বিএনপির ঘাড়ে চাপাতে চাইছে। দলের অবস্থান পরিষ্কার যে কেউই এ ধরনের দুষ্কর্ম্ম করবে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত কঠোর ব্যবস্থা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে সঠিক বিষয় বেড়িয়ে আসবে।