তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিক্সন চৌধুরী বলেন, যেসব মুনাফিক আমার সাথে বেঈমানি করেছে, তাদের ক্ষমা নেই। তাদের বিচার হবেই। এ জয় আপনার, আমার। এ জয় শেখ হাসিনার। এ বিজয়ের জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, আমি জানি। তাই যেসব মুনাফিক আমার সাথে থেকেও আমার সাথে বেঈমানি করেছে, তাদের ক্ষমা নেই। এসব মুনাফিকের বিচার হবে। এবার আর কোনো মাফ নেই তাদের।
এ জয় নৌকার বিপক্ষে নয় উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, এই জয় নৌকার বিপক্ষে নয়, এই জয় কাজী জাফরুল্লাহর বিপক্ষে। কাজী জাফরুল্লাহর কালো টাকা আর গুন্ডাপান্ডাদের বিপক্ষে আপনারা অনেক কষ্ট করেছেন। মুনাফিকদের দ্বারা আপনারা অনেক অত্যাচার সহ্য করেছেন, আমি জানি। তবে আমার অনুরোধ, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সবাই ঠান্ডা থাকবেন। জেনে রাখুন, মুনাফিকদের মাফ করা হবে না।