শাহরুখ খান ও কাজল, বলিউডের বিখ্যাত জুটি, নব্বই দশকে একাধিক হিট সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শকদের মন জয় করেছিলেন। তবে হঠাৎ করে একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয়া তাদের ভক্তদের জন্য বিস্ময়কর ছিল। সেসময় শোনা যায়, এই জুটি ভেঙে দেয়ার পিছনে অভিনেত্রী কাজলের স্বামী অজয় দেবগনের হাত ছিল।
অজয় শাহরুখের সঙ্গে কাজলের জুটি পছন্দ করতেন না এবং যখন শাহরুখ-কাজল একটি সিনেমার প্রস্তাব নিয়ে অজয়ের কাছে অনুমতি চাইতে যান, তখন অজয় তাদের খালি হাতেই ফিরিয়ে দেন। অজয় বলেছিলেন, “দর্শকরা শাহরুখ-কাজলকে একসঙ্গে দেখতে ভালোবাসেন, কিন্তু আমি সেটা মেনে নিতে পারছিলাম না।” এমনকি ভক্তরা অজয়-কাজলের বিবাহবিচ্ছেদের দাবি জানিয়েও তাকে ই-মেইল করেন। এসব কারণে অজয় বিতর্ক থেকে দূরে থাকতে চেয়েছিলেন।
অজয়ের সিদ্ধান্তের ফলে শাহরুখ-কাজল একসঙ্গে কাজ করতে পারছিলেন না, যা তাদের সম্পর্ককে জটিল করে তুলতে পারে। তবে, অজয় এই সিদ্ধান্ত বেশিদিন ধরে রাখেননি। ২০১৫ সালে তারা আবারও একসঙ্গে পর্দায় ফিরেন ‘দিলওয়ালে’ সিনেমায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সময় সঙ্গে সঙ্গে পরিস্থিতি পরিবর্তিত হয় এবং শাহরুখ-অজয়ের মধ্যে অস্বস্তি ধীরে ধীরে মিটে যায়। শাহরুখ বলেছিলেন, “সাধারণ মানুষ অনেক কিছু বলেন, কিন্তু সেটি পেশাগত জীবনে প্রভাব ফেলতে দেওয়া উচিত নয়।”
প্রসঙ্গত, অজয় এবং কাজল ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন।