দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া সম্প্রতি প্রকাশ করেছেন যে, সন্তান নেওয়ার ব্যাপারে তার ভয় রয়েছে। ব্যক্তিগত জীবনে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামান্না তার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা আলোচনা করেছেন। তিনি সেখানে প্রকাশ করেন, কেন তিনি সন্তান নিতে ভয় পান।
তামান্না বলেন, “আমার বাবা-মা আমাকে যে পরিমাণ ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করেছেন, তা আমি আমার সন্তানদের দিতে পারব না। মা হওয়ার জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়, তা আমার পক্ষে সম্ভব নয়। সন্তান জন্ম দেওয়ার পর থেকে তাকে বড় করা পর্যন্ত পুরো প্রক্রিয়ার কথা ভাবলেই আমি ভয় পেয়ে যাই।”
গত বছর বিজয় ভার্মারের সঙ্গে তামান্নার প্রেমের গুঞ্জন উঠেছিল। বিমানবন্দর থেকে শুরু করে পুরস্কার অনুষ্ঠানের রেড কার্পেট—সবখানেই তাদের একসঙ্গে দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্ষবরণের ছুটি কাটাতে গোয়ায় গিয়ে তামান্না ও বিজয়ের প্রেমের শুরু হয়। সেই সময় তাদের একটি চুম্বনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গোয়া থেকে মুম্বাই ফেরার সময় দুজনকে একসঙ্গে না দেখা গেলেও, পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে তামান্নার হাসি তাদের সম্পর্কের ইঙ্গিত দেয়।