চিত্রনায়িকা পরীমনি সবসময় আলোচিত। কখনো অভিনয় দিয়ে। কখনো ব্যক্তিগত জীবন নিয়ে। নিজের আবেগ আর অনুভুতি নিয়ে প্রায়ই পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কদিন আগে তিনি কলকাতার একটি ছবিতে অভিনয় করে এসেছেন।
এবার তিনি ডুবে আছেন নতুন ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ এর নতুন চরিত্রে। বেশ কয়েকদিন ধরেই শুটিং লোকেশনের ছবি দিচ্ছেন এই নায়িকা। কাল দিলেন কলাককুশলীদের সঙ্গে একটি সেলফি ভিডিও।
ক্যাপশনে জুড়ে দিলেন সুপ্তি নামের এক চরিত্রে ডুবে থাকার গল্প। তিনি লেখেন, ‘চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে। যেমন এই সুপ্তির মতন চরিত্রটা! বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায় .. তার বেদনা, কষ্ট, অভিমান, বুকের ভিতর দমে যাওয়া আর্তনাদ সবকিছু কেমন মায়া মায়া আবেশ হয়ে আমার সাথে রয়ে যেতে চায়।