কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: হায়দার আলী। যোগদানের পরপরই গতকাল বিকাল ৫ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মেঘ নামের এক শিক্ষার্থীকে দেখতে গিয়েছেন তিনি।
মেঘ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহারের ছেলে। তিনি ইস্পাহানি পাবলিক স্কল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত ( অতিরিক্ত জনসংযোগ কর্মকর্তা) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা যায়।
তাছাড়া একই দিনে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন কুবির লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কালাম এবং ট্রেজারার হিসেবে যোগদান করেছেন কুবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। আহত শিক্ষার্থী মেঘকে দেখতে নবনিযুক্ত উপাচার্যের সাথে নবনিযুক্ত উপ-উপাচার্য ও ট্রেজারারও যান।