রংপুর কেন্দ্রীয় কারাগারে একজন কয়েদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় কয়েদিরা। পুলিশ ও সেনা সদস্যদের সহোযোগিতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর একটার দিকে কারাগারের অভ্যন্তরে বাহারাম বাদশা নামের এক কয়েদির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত বাহারাম রংপুরের পীরগঞ্জ উপজেলার বাহাদুর মিয়ার ছেলে।
শুক্রবার সকাল আটটার দিকে গাছ থেকে আমড়া খাওয়াকে কেন্দ্র করে মারামারি শুরু হয় বাহারাম ও রফিকুলের মধ্যে। বাহারাম গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা ১২টার দিকে বাহারামের মৃত্যুর খবর কারাগারে কয়েদিরা জানতে পারলে উত্তেজনা দেখা দেয়। এ সময় বাহারামের তিন ভাইসহ অন্য কয়েদিরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে রফিকুলের পক্ষের কয়েদিদের সঙ্গে বাহারামের পক্ষের কয়েদিদের হাতাহাতি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রথমে কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পুলিশ ও সেনাবাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কারারক্ষী শাহজান ও মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নাসিফ/এমএ//