রিফায়েত আলম, নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আয়োজনের মাধ্যমে ‘রবীন্দ্র জয়ন্তী’ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “রবীন্দ্রনাথ পুরো বাংলার কবি। তাঁর সাহিত্য বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।” সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. ইমদাদুল হুদা বলেন, “রবীন্দ্রনাথ কখনো ফ্যাসিস্টের পক্ষ নেননি বরং মানবতার পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ না করে তাঁকে ভুলভাবে উপস্থাপন করা অনুচিত।”
আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ। আরও বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিভাগীয় প্রধান ইয়াত সিংহ শুভ।
সঞ্চালনায় ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন এবং স্বাগত বক্তব্য রাখেন সংগীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার।
দিনের দ্বিতীয়ভাগে, বিকেল থেকে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রম্য বিতর্ক, আবৃত্তি, নৃত্য, সংগীত ও নৃত্যনাট্য চন্ডালিকা পরিবেশিত হয়। এই পর্বের পুরো আয়োজনের পরিচালনায় ছিলেন সংগীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন ড. মো. ইফরান আজিজ, প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।