নিউজ ডেস্ক
নতুন প্রজাতির একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ব্যাকটেরিয়াটির নাম দেয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। কৃষি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান তুলে ধরতেই এ নামকরণ করা হয়।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির অধ্যাপক বোম্বা দাম ও পাঁচ সহকারী গবেষক পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। তারা নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে ‘প্যান্টোইয়া টেগোরি’।
নতুন প্রজাতির এ ‘প্যান্টোইয়া টেগরী’ ব্যাকটেরিয়া কৃষিবিজ্ঞানে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। বলা হচ্ছে, উদ্ভিদের সঠিক বৃদ্ধিতে অপরিহার্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কম এমন মাটিতে এ ব্যাকটেরিয়া কাজ করবে।
এই খবরে অত্যন্ত আনন্দিত বিশ্বভারতী কর্তৃপক্ষ। সম্প্রতি কর্ম সমিতির বৈঠকে ওই গবেষক দলের প্রশংসা করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক।