সম্প্রতি নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছে শিশুশিল্পী সিমরিন লুবাবা ও বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের একটি ভিডিও । রাখিকে প্রথমবার দেখে তার অনুভূতি প্রকাশ করেছেন শিশুশিল্পী লুবাবা।
বুধবার (১৭ জানুয়ারি) ফেসবুকে রাখির সাওয়ান্তের সঙ্গে ছবি ও রিল ভিডিও প্রকাশ করেন লুবাবা। যেখানে তাদের দু’জনকে একসঙ্গে বসে কথা বলতে দেখা যায়। রাখি লুবাবাকে ধরে বসে আছেন হাসি মুখে ।
সিমরিন লুবাবা নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও প্রকাশ করেন ।
সেখানে তিনি বলেন, আমি যখন রাখিকে প্রথমবার দেখেছি তখন আমি কেন্দে দিয়েছি। এরপর রাখি জিজ্ঞেস করেন, কেন্দে দিয়েছি মানে? জবাবে লুবাবা হিন্দিতে বলেন,
আপকো দেখকে মে রো দিয়া । এরপর দুজনেই এটা নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠেন।