রাঙামাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে একাডেমিক কার্যক্রম ও মেডিকেল কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করেছে। ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদের মধ্যে একজনকে কলেজের একাডেমিক কার্যক্রম থেকে এবং বাকি পাঁচজনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক আয়াত শরীফকে ২ বছরের জন্য কলেজ থেকে এবং আজীবনের জন্য ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তিন মাসের জন্য সহ-সাধারণ সম্পাদক বিক্রম আদিত্য চাকমা, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন, সৃজন কান্তি দে, অভিজিৎ কুমার বৈদ্য এবং সিং সিং এ মংকেও বহিষ্কার করা হয়েছে।
এছাড়া, ১৬ জুলাই ঘটে যাওয়া ওই ঘটনায় তদন্ত কমিটি সত্যতা পাওয়ার পর ১ ফেব্রুয়ারির মধ্যে বহিষ্কৃতরা কলেজ হোস্টেল ছাড়তে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে।