বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রবিবার (১১ আগস্ট) নানা গ্রাফিতিতে ভরে উঠেছে রাঙ্গামাটি শহরের বন বিভাগের দেয়াল।
এসব গ্রাফিতিতে সাধারণ শিক্ষার্থীদের তুলে ধরা তাৎপর্যপূর্ণ নানা স্লোগানে দেশের বিভিন্ন অসঙ্গতি ফুটে উঠেছে। পাশাপাশি সুন্দর আগামীর প্রত্যাশায় গ্রাফিতিগুলো পথ চলতি মানুষকে দারুণভাবে উজ্জীবিত করে তুলছে।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি), রাঙ্গামাটি সরকারি কলেজ, রাঙ্গামাটি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত অন্তত ১৫০ জন শিক্ষার্থী নিজস্ব অর্থায়নে রঙতুলি নিয়ে এসব গ্রাফিতি ফুটিয়ে তুলছে। গ্রাফিতি অঙ্কনে রাবিপ্রবির প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
গ্রাফিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী মুগ্ধের ছবি স্থান পেয়েছে। এছাড়াও ১৯৯৬ সালে গুম হয়ে যাওয়া পাহাড়ের প্রতিবাদী নারী নেত্রী কল্পনা চাকমার ছবি বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছে তারা। এছাড়াও জাতি,ধর্ম,বর্ণ ভিত্তিক বৈষম্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগানও তারা দেয়ালে তুলে ধরেছে।
গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণকারী একজন শিক্ষার্থী আমাদের বলেন, “দেশের মধ্যে বিভিন্ন ধরনের অসঙ্গতি, বৈষম্য রয়েছে। এসব বৈষম্যের নিরসন হলে আমরা একটি সুন্দর দেশ পাবো। সে প্রত্যাশা থেকেই আজকে আমরা সবাই নিজস্ব অর্থায়নে রঙ তুলি দিয়ে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি।”
আয়নুল/রুশু//