রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শহীদি মার্চ পালিত হয়েছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১ মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আজ ৫ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ে বিকেল ৩ টায় শহীদি মার্চ পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে একাত্মতায় ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়। এসময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।
মিছিল পূর্ববর্তী সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুস সাত্তার, শান্তনা দাশ, গিয়াস উদ্দিন, হৃদয় চাকমা, মেহেরিন নিগার রিমি, আব্দুল্লাহ আল মতিন, আকতারুজ্জামান অপু, নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা বলেন, আমরা ১১ জুলাই কোটা সংস্কারের দাবিতে ক্যাম্পাসে সর্বপ্রথম সমবেত হয়েছিলাম। আমরা আমাদের নায্য অধিকারের কথা বলেছি সবসময়। আমরা ৩ তারিখ পুলিশি গ্রেফতারসহ সকল প্রকার ভয় মাথায় নিয়ে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করি। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা ১৩ দফা দাবি উপস্থাপন করি। আমাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়। এখন সময় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। যাতে নতুন কোন ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা সকল প্রকার অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের আজকের কর্মসূচি।
উল্লেখ্য, এসময় শিক্ষার্থীরা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও দেশাত্মবোধক গান গান।
আরএ//