রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জারি করা আদেশে, রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। পৃথক আদেশে মো. মাহবুবুল আলমকে বিটিভির ডিজি হিসাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অপর আদেশে মো. লতিফুল ইসলামকে দুই বছরের জন্য কবি নজরুল ইহ্নটিটিউটের নির্বাহী পরিচালক হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র তথ্য অফিসার আশরোফা ইমদাদকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরএস