রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরই মধ্যে ট্রেনের ৪টি বগিতে আগুন ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় একজন পরিবারের শিশু সহ ৩জন মারা গেছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ করছে। আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ছবিতে পুড়ে যাওয়া লোকটির বউ এবং বাচ্চা পুড়ে মারা গেছে এজন্য উনি নিজ ইচ্ছায় আগুনে পুড়ে মৃত্যুবরণ করলেন। প্রতক্ষ্যদর্শীরা অনেক চেষ্টা করছে যখন তার শরীরের অর্ধেক পুড়ে গিয়েছিলো, কিন্তু সে বলেছে আমার বউ, বাচ্চা মারা গেছে আমি বাঁচবো কাদের নিয়ে।